শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা এমপি শাওন

news paper

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১:৩২

7Views

ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নীরব রাজনৈতিক সহকর্মী। তাঁকে আঁকা মানে পুরো বাংলাদেশকে আঁকা, জাতির পিতাকে আঁকা, তাঁর প্রেরণাকে আঁকা, তাঁর শক্তি ও দর্শনকে আঁকা।
 
সোমবার (৮ আগস্ট) ভোলা তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন। 
 
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আমিন মাহাজন সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন