সােনা চোরাচালান প্রতিরােধে আর্থিক গোয়েন্দা সংস্থাকে বাজুসের চিঠি

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫-৮-২০২২ বিকাল ৫:১০

50Views

সােনা চোরাচালান প্রতিরোধে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২ আগস্ট মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বিএফআইইউকে এ বিষয়ে চিঠি দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠনটি।

বিএফআইইউর প্রধান মো. মাসুদ বিশ্বাসকে দেওয়া চিঠিতে বলা হয়, দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাজুসের সারাদেশে রয়েছে প্রায় ৪০ হাজার সদস্য। এসব সদস্যর নিরলস পরিশ্রমে প্রতিনিয়ত বড় হচ্ছে দেশের জুয়েলারি শিল্পের বাজার। এই খাতে বিদেশি বিনিয়ােগ আসা শুরু হয়েছে। বাংলাদেশের জুয়েলারি শিল্প এখন রপ্তানির দিকে এগোচ্ছে।

এর আগে বাজুস ১৩ আগস্ট এক সংবাদ সম্মেল‌নে জানায়, চোরাচালানের মাধ্যমে প্র‌তি‌দিন অ‌বৈধভা‌বে ২০০ কো‌টি টাকার সোনা দে‌শে আস‌ছে। বছ‌রে যার অংক দাঁড়ায় ৭৩ হাজার কোটি টাকা। যার পু‌রোটাই প্র‌তি‌বে‌শী দেশগু‌লো‌তে পাচার হ‌য়ে যা‌চ্ছে।


আরও পড়ুন