জয়ে পাকিস্তান সফর শুরু ইংল্যান্ডের

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ১১:৫২

7Views

১৭ বছর পর পাকিস্তান সফরে যায় ইংল্যান্ড। সাত ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সফর শুরু করল মঈন আলির দল। মঙ্গলবার করাচিতে মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করে পাকিস্তান। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় মইন আলি। উদ্বোধনী জুটিতে ভালোই শুরু করে রিজওয়ান ও বাবর। ৮৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আদিল রশিদ। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাবর আজম। ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আসছে না দেখে একটু বেশিই ঝুঁকি নিচ্ছিলেন রিজওয়ান। মইনকে বেরিয়ে খেলার চেষ্টায় হন স্টাম্পড হন এই ওপেনার। ৪৬ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬৮ রান করেন রিজওয়ান।

দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নেন হায়দার আলি। দ্রুত ফেরেন অভিষিক্ত শান মাসু, মোহাম্মদ নাওয়াজ। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান নাসিম শাহ। শেষ দিকে তিন ছক্কায় ১৭ বলে ২৮ রানের ইনিংসে দলীয় সংগ্রহকে দেড়শ’ রানে নিয়ে যান ইফতিখার আহমেদ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুক উড। জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলসের হাফ-সেঞ্চুরি ও শেষ দিকে হ্যারি ব্রুকের হার না মানা ৪২ রানে, চার বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। 

৪০ বলে ৭ বাউন্ডারিতে ৫৩ রান করে হেলস যখন ফেরেন তখন ২০ বলে মাত্র ১৭ রান দরকার সফরকারীদের। হ্যারি ব্রুকস ২৫ বলে ৭ চারের সাহায্যে ৪২ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাঝে বেন ডাকেটের ১৭ বলে ২১ এবং ডেভিড মালানের ১৫ বলে ২০ রানও দলের জয়ে অবদান রাখে। ম্যাচসেরা হয়েছেন লুক উড।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৫৮/৭ (রিজওয়ান ৬৮, বাবর ৩১, হায়দার ১১, মাসুদ ৭, ইফতিখার ২৮, নাওয়াজ ৪, খুশদিল ৫*, নাসিম ০, কাদির ০*; উইলি ৪-০-৪১-০, কারান ৪-০-৩০-১, উড ৪-০-২৪-৩, গ্লিসন ২-০-১৩-০, রশিদ ৪-০-২৭-২, মইন ২-০-২৩-১)

ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১৬০/৪ (সল্ট ১০, হেলস ৫৩, মালান ২০, ডাকেট ২১, ব্রুকস ৪২*, মইন ৭*; নাসিম ৪-০-৪১-০, নাওয়াজ ৪-০-২০-০, দাহানি ৩.২-০-৩৮-১, রউফ ৪-০-২৩-১, কাদির ৪-০-৩৬-২)

আগামীকাল বৃহস্পতিবার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।


আরও পড়ুন