প্রকাশ্যে ছেলের ছবি, নাম কী রাখলেন সোনম?

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ১২:২

65Views

কিছুদিন আগে মা হয়েছেন সোনম কাপুর। অবশেষে সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন এই বলিউড অভিনেত্রী।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সোনম ও আনন্দ আহুজার সন্তানের এক মাস পূর্ণ হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই উপলক্ষে ছেলের ছবি প্রকাশ করেন এই দম্পতি। ছবিতে দেখা যায়, হলুদ রঙের পাঞ্জাবি পরেছেন আনন্দ আহুজা। 

আর একই রঙের সালোয়ারে সোনম। স্ত্রীর কপালে চুমু দিচ্ছেন আনন্দ। তার কোলে তাদের সন্তান। সেও হলুদ রঙের কাপড়ে মোড়া। ছবির ক্যাপশনে ছেলের নামও জানিয়েছেন সোনম। তাদের ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। পাশাপাশি এই নামের ব্যাখ্যাও জানিয়েছেন। তাদের মতে, এই নামের মাঝেই নিহিত বায়ুর শক্তি ও সাহস। এছাড়া তাদেরকে প্রার্থনা ও শুভেচ্ছা জানানোর জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই জুটি।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান। 


আরও পড়ুন