ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে আরও নামলেন বাবর

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৩:৪৪

29Views

শীর্ষস্থান থেকে নামতে নামতে আইসিসি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে চারে নামলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৬ রানের দারুণ ইনিংস খেলে তাকে পেছনে ফেলেছেন ভারতের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সবার উপরেই আছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা ৮২৫ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে থাকা এইডেন মার্করামের সঙ্গে পাকিস্তানি ওপেনারের ব্যবধান ৩৩ পয়েন্টের। বিরাট কোহলি (১৬) এক ধাপ নিচে নেমে জসব বাটলারের পরে। 

বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস এক ধাপ উন্নতি করে ৫২তম। হার্দিক পান্ডিয়া দিয়েছেন বড় লাফ, অজিদের বিপক্ষে ৭১ রানে অপরাজিত থেকে ২৩ ধাপ এগিয়ে ৬৫তম ব্যাটসম্যান। বাংলাদেশের সাকিব আল হাসান দুই ধাপ নেমে ৭১-এ। ভারতীয় ব্যাটসম্যান অক্ষর প্যাটেল ২৪ ধাপ এগিয়ে ৩৩তম।

অলরাউন্ডার তালিকাতেও হার্দিকের দারুণ অগ্রগতি। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে ভারতীয় অলরাউন্ডার। গ্লেন ম্যাক্সওয়েল ও জেজে স্মিটকে এক ধাপ করে নামতে হয়েছে। সাকিব আগের মতোই শীর্ষে আছেন। 


আরও পড়ুন