৫ দফা দাবি আদায়ে বিজয়নগর পিআইও অফিসের কর্মবিরতি
প্রকাশিত: ২২-৯-২০২২ বিকাল ৫:৪২
প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।সারাদিন কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান। তিনি আরও জানান, দাবী আদায় না হলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।