ফরিদপুর ভাঙ্গায় রেল লাইনের মালামাল চুরি : গ্রেফতার ৬

news paper

এস এম জাহিদ, ভাঙ্গা

প্রকাশিত: ২২-৯-২০২২ রাত ১০:৩২

144Views

ফরিদপুরের ভাঙ্গা রেল লাইনের মালামাল চুরির ঘটনায় চুরির মালামাল সহ ৬ জন কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানায় পুলিশ।  পুলিশ সুত্রে জানা যায়, গত কাল ২১ তারিখে পদ্মা সেতু রেল লিংক প্রজেক্টর চান্দ্রা ইউনিয়নের  সলিলদার নির্মাণাধীন এলকা থেকে ৬৪ টি রেল সাপোর্টিং  ক্লিপ ও ৮ ফিসপ্লেট চুরি করে। এই ঘটনায় সিআরইসি প্রকল্পের সেফটি ইনচার্জ মোঃ সাগর আলী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি দের নামে এজাহার  দায়ের করলে, নিয়মিত মামলা রুজু হয়, যার মামলা নং ১০,  ২১/০৯/ ২০২২ তং ধারা- ৩৭৯ প্লেন কোট রুজু হওয়ার ২৪ ঘন্টা মধ্যে মামলার মুল রহস্য উদঘাটন সহ মালার ঘটনা জোড়িত সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য কে চোরাই মাল সহ গ্রেফতার করা হয়েছে। চোরাই মালামাল কেনার অপরাধে এনায়েত শেখ (৩৫) পিতা মৃত ছবেদ আলী মাতুব্বর,  সাং পূর্ব সদরদী,  আব্দুর রহমান ওরফে রকমত মাতুব্বর (৫০) পিতা মৃত কুটি মিয়া মাতুব্বর  সং পল্লীবেড়া উভয় থানা ভাংগা,  জেলা  ফরিদপুর  কে  গ্রেফতার করেন। তাদের দেওয়া তথ্য মতে  সংঘবদ্ধ চোর চক্রের অপর ৪ সদস্য কে  গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ তানজিম মোল্লা (১৯),  পিতা আক্কেল আলী, ২। মোঃ রাসেল মোল্লা(২০) পিতা মোঃ ছিদ্দিক মোল্লা,  উভয়  সাং হিরালদি, ৩।মোঃ মামুন শেখ (১৭), পিতা  মোঃ রুবেল শেখ, ৪।  ইমন মোল্লা( ১৫) পিতা রিপন মোল্লা,  উভয় সাং  মালিগ্রাম, সর্ব থানা ভাংগা জেলা ফরিদপুর। 
  এই বিষয়ে ভাংগা  থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোঃ শাহজাহানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিম কাদের চৌধুরীর তত্বাবধায়নে উক্ত অভিযোগে ভিত্তিতে একটি  বিশেষ  অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল সহ সংঘবদ্ধ চোর চক্রের ৬  সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হই। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন