দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news paper

দশমিনা প্রতিনিধি

প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৩:৫৫

27Views

পটুয়াখালীর দশমিনায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য আরজবেগী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবদুল্লাহ (২) ওই গ্রামের ইমাম হোসেন প্যাদার ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে তাদের ঘরের সামনে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে ওই ডোবার পানিতে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল বিন হালিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন