চট্টগ্রামে মহানগর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

news paper

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ৭-১০-২০২২ বিকাল ৫:২

5Views

দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক লীগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ দোস্তবিল্ডিং চত্বরে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান কর্মচারী শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিন্টু।  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর জহুর হকার মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি  আবু আহামদ, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, মানবাধিকার কর্মী স.ম. জিয়াউর রহমান, হাসান মুরাদ,  চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, শ্রমিক নেতা ইকবাল হোসেন দুলাল, দেলোয়ার হোসেন, জাবেদুল আলম জাবেদ, কামাল উদ্দিন,  ইকবাল হোসেন রিপন, রুহুল আমিন হাওলাদার, গোলাম আকবর, জামাল উদ্দিন, নুরুদ্দীন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ মোল্লা, যীশু দাস, ডলী রাণী শীল, জাকিয়া বেগম, রোকেয়া বেগম, আয়েশা বেগম, মৌসুমী চৌধুরী,  তাহেরা বেগম, বানু আক্তার, হুমায়ুন কবির,  আবদুল হালিম আদু, মোহাম্মদ নাসিম, আক্তার উদ্দিন, মোহাম্মদ আবু সায়েম মোহাম্মদ রুবেল প্রমূখ।


আরও পড়ুন