মরক্কোর উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ৪৩

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:৩৮

41Views

মরক্কোর উত্তরাঞ্চলীয় তজা নগরীর কাছে মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

বাসটি উল্টে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, আহতদের তজা নগরীর একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

দেশটিতে দূরপাল্লার যাতায়াতে বাসের ব্যবহার ব্যাপক। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে অনেকেরই একটি গাড়ির মালিক হওয়ার আর্থিক উপায় নেই। যেকারণে দেশটির গ্রামীণ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। 

মরক্কোর সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, দেশটিতে ২০১৯ সালে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মোট ৩,৩৮৪ জন নিহত হয়।

গেল আগস্টেও মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।


আরও পড়ুন