প্রথমার্ধ শেষে ক্রোয়েশিয়া ০, মরক্কো ০
প্রকাশিত: ২৩-১১-২০২২ বিকাল ৫:১৭
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়া। আল বায়ত স্টেডিয়ামে লুকা মডরিচের দলের প্রতিপক্ষ মরক্কো। প্রথমার্থে বল দখলে এগিয়ে থাকলেও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেননি লুকা মদ্রিচরা।
৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছে ক্রোয়েটরা।
আদায় করে নিয়েছে দুটি কর্নারও। প্রথমার্ধের আগ মুহূর্তে দূর পাল্লার শট নিয়েছিলেন মদ্রিচ। অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ আগে নিকোলা ব্লেসিকের দুর্দান্ত শট রুখে দেন মরক্কো গোলরক্ষক ইয়াসিন বোনো।
গতবারের গোল্ডেন বল জয়ী লুকা মডরিচের সঙ্গে মাত্তেও কোভাসিচ, মার্সেলো ব্রুজোভিচ, ইভান পেরিসচদের নিয়ে গড়া দারুণ সমীহজাগানিয়া দল ক্রোয়াটরা। সর্বশেষ ১৬ ম্যাচে একটি মাত্র হার। তবে নিজেদের শেষ পাঁচ ম্যাচে হারেনি মরক্কোও। দেখা যাক আজ জয় নিয়ে মাঠ ছাড়ে কারা।