নওগাঁর আত্রাইয়ে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধ

news paper

আত্রাই প্রতিনিধি

প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৬:৩৭

4Views

নওগাঁর আত্রাইয়ে ১২হাজার ৮০০জন কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো উপশী ও বোরো হাইব্রিড ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। 

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ মো: হাফিজুল ইসলাম,ওসি তারেকুর রহমান সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম কাওছার হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপক কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, প্রতিজন কৃষককে উপশী ধান বীজ ৫কেজি,এবং হাইব্রিড ধান বীজ ২কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।

 


আরও পড়ুন