নিখোঁজের ১৪ দিন পর আখ ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশিত: ৭-১২-২০২২ রাত ৯:৪৬
চুয়াডাঙ্গার তিতুদহে একটি আখ ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর বুধবার সন্ধার দিকে ৬২ নং আড়িয়া কেরু এ্যান্ড কোম্পানির মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের জোড়াতলা পাড়ার আব্দুস সালামের ছেলে।
জানাগেছে, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের দর্শনা থানাধীন ৬২ আড়িয়া গ্রামের মাঠে জনৈক এক ব্যাক্তি কৃষিকাজ করার সময় একটি আখ ক্ষেতে এক ব্যাক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে। সে সাথে সাথে গ্রামের লোকজনকে খবর দেয়। এমন খবরে ঘটনাস্থলে পৌছে বিবস্ত্র অবস্থায় আনুমানিক (৪৫) বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্থানীয় তিতুদহ ক্যাম্প ও দর্শনা থানা পুলিশ। এদিকে মৃত ব্যাক্তির লাশ একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের জোড়াতলা পাড়ার আব্দুস সালামের ছেলে প্রবাস ফেরত নিখোঁজ ইয়াদ আলীর বলে তার পরিবারের লোকজন দাবী করেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ এইচ এম লুৎফুল কবির লাশ উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ অর্ধ গলিত লাশ উদ্ধার করে তিতুদহ ক্যাম্পে রাখা হয়েছে।
এ বিষয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা তা ময়না তদন্ত করলে বুঝা যাবে। লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির।