পবিপ্রবিতে এফবিএ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

news paper

মারসিফুল আলম রিমন, পবিপ্রবি

প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:২০

38Views

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে এফবিএ ক্রিকেট লীগ-২০২৩'র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের ক্রিকেট লীগে সর্বমোট ৬ টি দল অংশগ্রহণ করেছে এবং ২৯শে জানুয়ারী ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে। 

রবিবার(২২ জানুয়ারী) দুপুর ৩ ঘটিকায় পবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে কেক কাটার মধ্যে দিয়ে উক্ত ক্রিকেট লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর প্রফেসর মোঃ আবুল বাশার খান। 

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর আবুল বাশার খান বলেন,সকলে সংঘবদ্ধভাবে খেলা উপভোগ করবেন এবং অবশ্যই নিজেদের শারীরিক সুস্থতার দিকে নজর রাখবে। এতটা আগ্রাসী হওয়া যাবে না যাতে বড় ইনজুরির সম্মুখীন হয়ে পড়াশোনার বিঘ্ন ঘটে। মেয়েদের জন্য এমন টুর্নামেন্টপড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রফেসর বদিউজ্জামান বলেন,এই বয়সটা তোমরা উপভোগ করো তবে পড়াশোনার সহযোগী হিসেবে রাখো।তোমরা খেলাধুলার সাথে সাথে পড়াশোনাতেও আগ্রহী হও।তোমদের ক্রীড়া মানসিকতা বজায় থাকবে। এসময় উপস্থিত ছিলেন আর্ক কম্পিউটার সিস্টেমের সৈয়দ রইস উদ্দিন আতিক, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ,পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক এবং শিক্ষার্থীবৃন্দ।


আরও পড়ুন