৯৯ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:২৬

33Views

৯৯ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের উদ্যোগে শুধুমাত্র এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
গতকাল ঢাকার উত্তর বাড্ডার সাঁতার কুলে অনুষ্ঠিত ফাইনালে তানভীর, রাজু জুটি ফারুক, ওয়াদুদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
এসময় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ৯৯ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সকল সদস্যরা। টুর্নামেন্টে মোট ৩২ জন বন্ধু ১৬ টি দলে বিভক্ত হয়ে ২ দিন ব্যাপী ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফার্ণিচার কনসেপ্টের ব্যাবস্থাপনা পরিচালক জেমস জনি,ইসহাক খান, রাশেদুল ইসলাম, রনি , ইঞ্জিনিয়ার ফিরোজ, সেলিম চৌধুরী, মোহাম্মদ বেলাল হোসেন, শরীফুল ইসলামসহ আরো অনেকে। 
 
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রপিসহ স্মার্ট টেলিভিশন ও রানার্সআপ দলকে ট্রপিসহ মোবাইল টেব প্রদান করেন। এ ছাড়াও টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৯৯ ব্যাচের সদস্যদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন