একা আর একা নন, করেছেন বিয়ে

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। তবে এবার সংবাদের শিরোনামে এলেন শুভ সংবাদ দেওয়ার মাধ্যমে। একা আর একা নন, বিয়ে করেছেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছেন সেকথা।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।’ একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।
দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনো আছি।’
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পায়নি। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।
এমএসএম / এমএসএম

একসঙ্গে পর্দায় ফিরছেন আমির-সালমান?

আইসোলেশনে অভিনেত্রী আঁখি

চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেফতার

১০০ কোটি টাকায় ওটিটিতে বিক্রি হলো পাঠান

সুমি শবনমের ‘ভাল্লাগে’ গানের পর ‘আইলসা লাগে’

‘পাঠান’-এর টিকিটের দাম কমানো হচ্ছে

পাঠান নিয়ে মুখোমুখি কঙ্গনা-উরফি

ব্যাট-বল হাতে মাঠে নামছেন তারকারা

আমি ভালোবাসতে পারিনি : প্রসেনজিৎ

৬ দিনে শাহরুখের সিনেমার আয় ৭৪৫ কোটি

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা

সংশয় কাটিয়ে জয়ার ‘পুতুলনাচের ইতিকথা
