বাঁশখালীতে ডেম্পার,স্ক্যাভেটর জব্দ ও জরিমানা
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৪:৩৫
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ও চাম্বল মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৩টি স্ক্যাভেটর ও ৩ টি ট্রাক ডেম্পার জব্দ করা হয়।
২৪ জানুয়ারি(মঙ্গলবার) উপজেলার পুঁইছড়ি ও চাম্বল এলাকায় বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্ব অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ট্রাক ডেম্পার ও স্ক্যাভেটর জব্দ করা হয়।
এসময় মহাসড়কের উপর দোকানের মালামাল রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে মেজবাহ অয়েল স্টোরকে ৫ হাজার টাকা, আল্লাহর দান স্টোরকে ৫ হাজার,মা-মণি হার্ডওয়্যারকে ২ হাজার, দোকান মালিক আব্দুল মালেককে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর ও নর্দমার উপর রান্নাঘর স্থাপন ও খাদ্য পরিবেশনের অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে বিসমিল্লাহ হোটলের মালিক নাছির উদ্দীনকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।