ধনীর তালিকায় এখন শীর্ষ দশেও নেই আদানি!

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ৩১-১-২০২৩ বিকাল ৫:৩৬

13Views

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর ধস চলছে আদানি সাম্রাজ্যে। এরইমধ্যে শেয়ার বাজারেই আদানি গ্রুপের খোয়া গেছে ৭০ বিলিয়ন ডলারের বেশি।

এর প্রভাবে বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়েছেন আদানি। বর্তমানে বিশ্ব ধনীর তালিকায় তিনি আছেন ১১ নম্বরে। তার বর্তমান সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের ইনডেক্সে এই তথ্য দেখা যায়। 

এই তালিকায় আদানির আরও অবনমন হবে বলেই শঙ্কা প্রকাশ করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। 

২০২২ সালে আদানির ব্যক্তিগত বার্ষিক আয় ছিল ৪০ বিলিয়ন ডলার। চলতি বছরের জানুয়ারি মাসেই ব্যক্তিগত সম্পদ থেকেই ৩৬ বিলিয়ন ডলার খুইয়েছেন আদানি।

তবে এখনো রিয়ালেন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির চেয়ে একধাপ উপরে আছেন আদানি। আম্বানি বিশ্বধনীর তালিকায় আছেন ১২ নম্বরে।


সূত্র: ব্লুমবার্গ


আরও পড়ুন