পর্দা নামলো ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ৪:২৪

22Views

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় দেশ ব্যাপী একযোগে  চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান হলো আজ।  ১৫ দিনব্যাপী চলা এ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে.এম. খালিদ এমপি, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব মসিহ্উদ্দিন শাকের।  

 এবারে উৎসবে প্রদর্শীত ৩৬ টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭ জনকে। পুরস্কারের জন্য মনোনয়ন ২০ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূ্ল্য হলো শ্রেষ্ঠ চলচ্চিত্র- ২লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা- 1 লক্ষ ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চিত্র গ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।


আরও পড়ুন