ববিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয় উদযাপন করেছে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩৷ দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
কর্মসূচির শুরুতে সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন । এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, লাইব্রেরিধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমন্ডলী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃদ্ধ। এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বিভিন্ন বিভাগ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, করিতে কর্মরত বার মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল ৯:৪৫ টায় প্রশাসনিক ভবন এর নিচ তলায় শিশু-কিশোরদেরকে সাথে নিয়ে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সকাল ১০ টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন । এসময় উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আজকের দিনটি বাঙালী জাতির জন্য একটি আনন্দঘন দিন। বাঙালীর সার্বজনীন উৎসবের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিন অন্যতম। বঙ্গবন্ধুর জন্য না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্য হতনা। তরুণ প্রজন্যকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে নীতি-নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ সৃজনে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। এসময় উপাচার্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ভূঁইয়া। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. তারেক মাহমুদ আবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক প্রজ্ঞা পারমিতা বোস। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করে অতিথিরা।
এমএসএম / এমএসএম

ইউনিক মডেল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ছয় দাবিতে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অবস্থান

বাঙলা কলেজে আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের পর্দা নামলো

ইবিতে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

কুবি শাখা ছাত্রলীগের উদ্যোগে 'ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস' ক্যাম্পইন

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আরিফ-ইহ্তি

খুবিতে বিশ্ব পানি দিবস পালিত

বাঙলা কলেজে বিজ্ঞান মেলা

ইবিতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র্যালি ও লিফলেট বিতরণ

রাবিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকদের সফর

সতিকসাসের সভাপতি মাইমুন, সম্পাদক নিশাদ

প্রতারণা মামলায় কারাগারে পবিপ্রবি'র অধ্যাপক

অর্ধকোটি টাকার গবেষণার মাঠ মাদকসেবীদের আড্ডাখানা
Link Copied