নগরকান্দা উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দের কুশল বিনিময়
প্রকাশিত: ১৮-৩-২০২৩ বিকাল ৫:৫
ফরিদপুরের নগরকান্দায় ১৮ই মার্চ ২০২৩ শনিবার সফর বিরতিতে নগরকান্দা উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ।
এদিন কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ মাগুড়া সফরে যাচ্ছিলেন, সকাল ১০ ঘটিকায় নগরকান্দার তালমা মোড়ে পৌঁছালে নগরকান্দা উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচছা জানান।
আগত অতিথিবৃন্দ ছিলেন কেন্দীয় কৃষক লীগের সাধারন সম্পাদক এ্যাড, উম্মে কুলসুম স্মৃতি (এমপি),যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার খানম (এমপি), সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা,
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এড, প্রদীপ কুমার দাস, জেলা কৃষক লীগের সহ সভাপতি ডাঃ গোলাম কবির, জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক সবিতা বৈরাগী, উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ জিন্নাহ সরদার সাধারণ সম্পাদক হাজী মোঃ জিন্নাত আলি মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সহ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।