আক্কেলপুরে টিসিবি পণ্য বিক্রয়

news paper

শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর

প্রকাশিত: ১৮-৩-২০২৩ বিকাল ৭:২৩

28Views

জয়পুরহাটের আক্কেলপুরে টিসিবি ফ্যামেলি কার্ডধারীদের নিকট নির্ধারিত মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
শনিবার সকাল ৯ টা থেকে আক্কেলপুর উপজেলার বিভিন্নস্থানে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়। টিসিবি পণ্য বিক্রয় তদারকি ও বিতরণ করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে ফ্যামেলি কার্ডধারীদের নিকট টিসিবি পণ্য তুলে দেওয়ার মাধ্যমে তিনি কার্যক্রমটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী প্রমুখ।
টিসিবি পণ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি ১ কেজি , মসুর ডাল ২ কেজি ,বুট ১ কেজি ও সয়াবিন ২ লিটার। যার নির্ধারিত মূল্য ৪৭০ টাকা।
রুকিন্দীপুর ইউনিয়নের সুবিধাভোগী সোহেল চৌধুরী বলেন,‘ বাজারের চেয়ে আমরা এখানে কম দামে পাই, এতে আমি উপকৃত হচ্ছি। আমি চাই এইভাবে যেন সারা বছর দেওয়া হয়’।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,‘ আসন্ন রমজানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় আক্কেলপুরেও ৯হাজার ৯’শ ২৬ জনকে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। টিসিবির ফ্যামেলী কার্ডধারীগণ কার্ড এর মাধ্যমে এসকল পণ্য ক্রয় করতে পারবে। যদি কোন সুবিধাভোগী অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শণের মাধ্যমে এসকল পণ্য ক্রয় করতে পারবে’।


আরও পড়ুন