বাঙলা কলেজে বিজ্ঞান মেলা

সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মত আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলা’। এই উৎসব শেষ হবে ২২ মার্চ। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ে কলেজে বিজ্ঞান ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাবসহ বেশ কয়েকটি সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আশা করছি, শিক্ষার্থীদের কৌতূহল মনকে প্রস্ফুটিত করতে প্রতিবছর এমন মেলার আয়োজন হবে।
বিজ্ঞানভিত্তিক এ মেলায় একাধিক স্টল বসেছে। যার মধ্যে রয়েছে কলেজের একাধিক (গণিত, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, রসায়নসহ কয়েকটি) বিভাগ। বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা প্রথম দিনে আয়োজন করেছে পোস্টার প্রেজেন্টেশন, পদার্থবিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, কুইজ স্মার্ট বাংলাদেশ। সমাপনী দিনে মেলায় থাকবে রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, মহাকাশ পর্যবেক্ষণ ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, স্বাধীনতা দিবস বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রফেসর সাজেদা বেগম ও আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আরেফীন।মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ। এ ছাড়া, সহযোগিতায় কাজ করেছে সরকারি বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাব।
এমএসএম / এমএসএম

আমাদের প্রত্যেকের একেকজন জাফরুল্লাহ হতে হবে

উৎসবমুখর পরিবেশে পবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ভোটগ্রহণ চলছে

ব্রিটিশ কাউন্সিলে জলবায়ু বিষয়ক ৪ প্রামাণ্যচিত্র প্রদর্শন

পবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন সোমবার

ভর্তিচ্ছুদের সহায়তায় রবি ছাত্রলীগের জয় বাংলা তথ্য সহায়তা কেন্দ্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর পূর্তি

মায়ের কোলে উঠে ভর্তি পরীক্ষায় স্বর্ণা,স্বপ্ন পাবলিকে পড়ার

এইচ এম আতিফ ওয়াফিক'র "এটিকেট এনসাইক্লোপিডিয়া" বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষা ও কর্মসংস্থানকে প্রাধান্য দিতে ১৭ লাখ কোটি টাকার বাজেট দরকার

বাকৃবিতে রাতের আঁধারে এ্যানিমেল শেড ভাংচুর করলো দুষ্কৃতিকারীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : উপস্থিতি ৯৭.৪২ শতাংশ

নোবিপ্রবিতে 'সি " ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে ইউজিসির বরাদ্ধ বাড়লো ৬ কোটি ২ লাখ টাকা
Link Copied