১০ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মানিকগঞ্জ থানার আঃ রউফ

news paper

হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৪৫

75Views

১০ম বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার।
 
নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় ফেব্রুয়ারি/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
 
 বুধবার (২২ মার্চ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) তার হাতে একটি পদক ও সম্মাননা স্মারক তুলে দেন।
 
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুল হাসানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারদের নির্দেশনা ও অনুপ্রেরণায় আমি এই সম্মাননা অর্জন করতে পেরেছি। তিনি আরো বলেন, কাজের স্বীকৃতি সবসময় আনন্দের। এই স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি আরো উৎসাহ বাড়িয়ে তুলতে।
 
এসময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনীসহ থানায় কর্মরত সকল অফিসার ফোর্সসহ প্রিয় মানিকগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন