ঢাকা মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

জিএম কাদেরকে পল্লীবন্ধুর সন্তানদের লালন করুন : কাজী মামুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ৪:২৬
এরশাদের সন্তানদের লালন করতে জিএম কাদেরের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ। তিনি বলেন, আগামী দিনে পল্লীবন্ধু পরিবারের সন্তানরাই  জাতীয় পার্টিকে নেতৃত্ব দেবে। নেতাকর্মীও তা চায়। সে কারণে দলীয় চেয়ারম্যানকে তা দ্রুত অনুধাবনের আহবান জানান কাজী মামুন। 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এ আহবান জানান। সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে আগামী ২৭ মার্চ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া মধ্য রমজানে ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। 
 
স্বাধীনতা দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। 
সভাপতির বক্তব্যে পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এসএমএম আলম দলীয় চেয়ারম্যানকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি পল্লীবন্ধু এরশাদের ভাই হয়ে থাকেন, তাহলে পার্টির প্রতিষ্ঠাতার সহধর্মীনি ও তাঁর সন্তানের পাশে রেখে এবং তাদের নির্দেশনা ও পরামর্শে সবাইকে নিয়ে দল পরিচালনা করুন। না হয় আগামী সম্মেলনে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। সারাদেশে বঞ্চিত ও ত্যাগি সব নেতাকর্মীদের যোগ্যস্থানে পদায়ন করুন। 
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পল্লীবন্ধুপুত্র ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, এই রমজানে আমার বাবা নেই, আমি পিতাহীন আপনাদের ভাই। বাবার সম্মান ও ধারা অব্যাহত রাখতে এবার রোজায় কূটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে মা(রওশন এরশাদ) ইফতারের আয়োজন করবেন। আপনারা মার জন্য দোয়া করবেন। বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। 
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখর উজজামান জাহাঙ্গীর, সাবেক প্রেসিডিয়াম  সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জাপা নেতা আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার ইকরামুল খাঁন, শ্রমিক নেতা মো. সাখাওয়াত হোসেন, নারী নেত্রী কেয়া চৌধুরী, শারমিন পারভীন লিজা, জাপা নেতা এজাজ আহমেদ খাঁন, নজরুল ইসলাম, মো.ইদ্রিস আলী, নাসির উদ্দিন মুন্সি, ইসরাফিল হোসেন, মো. জহির উদ্দিন জহির, ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি ও ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন প্রমূখ। 

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ থেকে মুখ ফেরাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা

বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না: তথ্যমন্ত্রী

‘বিদেশি প্রভুদের তুষ্ট করতে মিলিয়ন ডলার খরচ করছে বিএনপি’

আন্দোলনের নামে ভাঙচুর চালিয়ে ওয়ান ইলেভেন আনার চেষ্টা সফল হবে না-কাজী মামুন

গাজীপুর সিটির মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

তৃণমূলকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান রওশন এরশাদের

গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব- কাজী মামুন

সাংগঠনিক কাজে কক্সবাজার যাচ্ছেন কাজী মামুন

৮ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

সিলেট যাচ্ছেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুন

আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয় তাদের খবর আছে : কাদের

বিএনপিকে কবরস্থানে পাঠানো হবে: নাছিম

স্মার্ট নগরায়ন ও শিল্পায়ন নিয়ে দয়াল কুমার বড়ুয়ার পরিকল্পনা