আমি তোমার রাজা , তুমি আমার রানী এখন কলকাতায়

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১২:২৮

364Views

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্র নায়ক এবং প্রযোজক আদনান আদি অভিনীত “আমি তোমার রাজা ,তুমি সিনেমা আমার রানী” এখন ইন্ডিয়ার কলকাতায় প্রাচী এবং সোনালী সিনেমা হলে চলছে সপ্তাহব্যাপী।“আমি তোমার রাজা ,তুমি আমার রানী” মূলত একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা এবং বাংলাদেশে অনেকগুলো সিনেমা হলে এই বছরের শুরুর দিকে মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া পড়েছিল।পরবর্তীতে একটু দেরি হলেও কলকাতায় সিনেমাটি মুক্তি পেয়েছে।কলকাতায় মুক্তি প্রসঙ্গে চিত্র নায়ক আদনান আদি বলেন, এখন আমি গর্বিত যে আমার সিনেমা দেশের গন্ডি পার হয়ে ওপার বাংলায় মুক্তি পেয়েছে।তিনি আরো বলেন, প্রাচী এবং সোনালী সিনেমা হল মালিক অনেকদিন ধরেই সিনেমাটি মুক্তির ব্যাপারে কথা বলে আসছিলো কিন্তু ব্যস্ততার কারণে আমি তাদের সাথে বসতে পারিনি অবশেষে সেখানে সিনেমাটি মুক্তি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।“আমি তোমার রাজা,তুমি আমার রানী” মুক্তির প্রথম দিনেই দুই সিনেমা হল থেকে তিন লক্ষ্য টাকা আয় করে যা বাংলাদেশের সিনেমা বাহিরের দেশে রপ্তানির মাদ্ধমে বৈদেশিক মুদ্রা  আয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।কলকাতার দর্শকরা যারা সিনেমাটি দেখেছে তারা আদনান আদির অভিনয়ের অনেক প্রশংসা করেছে।দর্শকদের উদ্দেশ্যে আদনান আদি বলেন, আমি চলচিত্রে অভিনয় করি একমাত্র দর্শকদের জন্য।ভবিষ্যতেও দর্শকদের ভালো ভালো চলচিত্র উপহার দিতে পারি তার জন্য দোআ প্রার্থী।


আরও পড়ুন