মেসিকে বার্সেলোনায় চান লেভানডফস্কি

লিওনেল মেসি যদি বার্সেলোনায় ফেরেন, মাঠের ফুটবলে সবচেয়ে বড় ‘ক্ষতি’ কার হতে পারে?
সাধারণত যেখানে মেসি, সেখানেই প্রচারের আলো। মেসি থাকলে অন্যদের আলোচনায় উঠে আসা কঠিন। ক্লাবের বিজ্ঞাপনের প্রধান মুখও তিনিই। কোনো কোনো ক্ষেত্রে দলগত সাফল্যে মেসির অবদানই মনোযোগ পায় বেশি। সব মিলিয়ে কারও কারও ধারণা, মেসি বার্সেলোনায় ফিরলে বড় ‘ক্ষতি’টা হবে রবার্ট লেভানডফস্কির। বার্সেলোনার প্রধান মুখ থেকে নেমে যেতে হবে দ্বিতীয় স্থানে। এই অর্থে মেসি বার্সায় ফিরলে লেভানডফস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কই।
প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও মেসিকে বার্সেলোনায় চান লেভানডফস্কি। কাতালান ক্লাবটিতে মেসির সঙ্গে খেলতে চান বার্সার পোলিশ ফরোয়ার্ড। প্রতিদ্বন্দ্বী তো নয়ই, বরং খেলার ধরনের কারণে মেসিকে মনে করছেন সেরা সহযোগী। ৩৪ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার তাই সোজাসাপটাই বললেন, ‘বার্সেলোনায় আমি মেসির সঙ্গে খেলতে চাই।’
মেসি বার্সেলোনা ছেড়েছিলেন ২০২১ সালের আগস্টে। পিএসজির সঙ্গে তাঁর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের সঙ্গে দূরত্বসহ নানা কারণে প্যারিসে আর থাকা হচ্ছে না মেসির। সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদি আরবের আল–হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির পাশাপাশি বার্সেলোনার নামও উচ্চারিত হচ্ছে। কাতালান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাসহ পরিচালনা পর্ষদের অনেকে মেসিকে ফেরাতেও চান।
এদিকে, লেভানডফস্কি বার্সেলোনায় যোগ দেন ২০২২-২৩ মৌসুমে। বায়ার্ন থেকে এসে প্রথম বছরই জিতেছেন লা লিগা, যেখানে তাঁর একার অবদান ৩১ ম্যাচে ২২ গোল।লেভানডফস্কির মনে হচ্ছে, সামনের মৌসুমে আরও বেশি গোল করতে পারবেন। মেসি ফিরলে যা আরও সহজই হবে বলে মন্তব্য তাঁর, ‘আমি তাঁর (মেসি) সঙ্গে এখানে খেলতে চাই। গত কয়েক বছরে তিনি খেলার ধরনে বদল এনেছেন। তাঁর মতো করে ফুটবলটাকে গভীরভাবে বোঝেন, এমন একজনের সঙ্গে খেলাটা সহজ।’
লেভা বার্সেলোনায় কাটানো এক বছর ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন পোল্যান্ডের ম্যাচিকির সম্পাদক টমাস ভ্লোদারজিকের সঙ্গে। সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকাকে নিয়ে লেভানডফস্কি বলেন, ‘মেসি তাঁর খেলায় বিবর্তন ঘটিয়েছেন। তিনি ভাবেন ভিন্নভাবে, মাঠে অবস্থান নেন ভিন্নভাবে, খেলেনও ভিন্নভাবে। খেলার গতিবিধি ভালো বুঝতে পারেন, যেটা বার্সেলোনা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে।’
বার্সেলোনায় ফিরলে মেসি হয়তো আক্রমণভাগের সামনের দিকে খেলতে পারেন, এমন প্রসঙ্গ উঠলে লেভানডফস্কি সরাসরি জবাব দেননি, ‘এটা আপনি জাভিকে (বার্সা কোচ) জিজ্ঞেস করুন।’ বায়ার্ন মিউনিখের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা লেভানডফস্কি ২০২৫-২৬ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ।
এমএসএম / এমএসএম

নাটকীয়তা শেষে চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

মেসি: কিং অব ইউরোপ

আফগানিস্তান সিরিজেও নাম নেই, হজে যাচ্ছেন মাহমুদউল্লাহ

সুরক্ষা বলয়ের দুঃসহ স্মৃতি এখনো পোড়ায় কোহলিকে

বর্তমান ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন দাস

বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়েছেন কোচ ছোটন

আশ্বাসে আর বিশ্বাস নেই মেয়েদের

চমক রেখে দল ঘোষণা ব্রাজিলের

বৃষ্টিতে রিজার্ভ ডেতে খেলা না হলে চ্যাম্পিয়ন কারা?

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা একাদশে যারা

ফাইনালে বৃষ্টির সম্ভাবনা, বল মাঠে না গড়ালে যারা চ্যাম্পিয়ন হবে

এশিয়া সফরের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন যারা
