চাঁপাইনবাবগঞ্জে ভৌগোলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক সেমিনার

news paper

আব্দুল কাদির, শিবগঞ্জ

প্রকাশিত: ২৫-৫-২০২৩ বিকাল ৬:৪৫

38Views

ভৌগোলিক নির্দেশক পণ্যের বাণিজ্যিকীকরণের চ্যালেঞ্জ সমূহ উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনু্ষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জিল্লুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যরা। 
 
সেমিনারে রেজিস্ট্রার বলেন, সরকারের প্রচেষ্টায় জিআই পণ্য খিরসাপাত আম উৎপাদনকারী নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদপ্তরে উৎপাদনকারীদের না গিয়ে উৎপাদনকারীদের দোরগোড়ায় এসে সেবা প্রদানের উদ্বোধন হলো। 
 
জিআই পণ্য খিরসাপাত আমের ট্রাগিং প্রক্রিয়ার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম দেশ ও বিদেশী আরো ড্রাগিং হবে এবং উৎপাদনকারীরা নায্যমূল্য পাবেন। ৪০ জন জিআই খিরসাপাত আম উৎপাদনকারীকে স্বীকৃতি প্রদানের লক্ষে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমচাষী ও উদ্যোক্তা।

আরও পড়ুন