ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

মিথিলার সঙ্গে বিচ্ছেদের খবর, সৃজিত বললেন ভিত্তি নেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ১:৩০

আগামী দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করছে।

বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও চুপ থেকেছেন সৃজিত মুখার্জি।  মিথিলাও অল্প বাক্যে জানিয়েছেন প্রতিক্রিয়া। প্রশ্ন রেখে বলেছেন ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ 

এরপরই মধ্য মন্তব্য দিয়েছেন সৃজিত।  ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ কে  সৃজিত বলেন— ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।’

সৃজিতের সঙ্গে মিথিলার  পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়।

সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

এমএসএম / এমএসএম