চন্দনাইশে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

news paper

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ

প্রকাশিত: ২৯-৫-২০২৩ রাত ৮:৫৪

164Views

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স শাহ্ আলী রজা (রা.) ব্রিকস ম্যানু ও মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু নামে ২টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় মেসার্স শাহ আমানত ব্রিকস ম্যানু নামে অন্য একটি ইটভাটার মালিককে লাইসেন্সবিহীন পরিচালনা করার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা করেন। আজ ২৯মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব এলাহাবাদ আমতল এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বলেন,চন্দনাইশ উপজেলায় যেসব ইটভাটা রয়েছে মার মধ্যে শুধুমাত্র ৫টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি সবকয়টি ইটভাটা ছাড়পত্র নেই বলে ২য় ধাপে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার,নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস,চন্দনাইশ থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিম, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা।


আরও পড়ুন