ধামইরহাটে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

news paper

এম.এ মালেক, ধামইরহাট

প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ৩:৫৪

40Views

নওগাঁর ধামইরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা বিএনপি কার্যালয়ে ধামইরহাট থানা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদৌস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী চপল।

এ সময় সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আ. খালেক, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, শহীদুল রহমান, মাহফুজার রহমান চৌধুরী রুবেল, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক সেলিনা আক্তার, বিএনপি নেত্রী বেলি খাতুন, থানা মহিলা দলের সভানেত্রী মাজেদা বেগম, শামীম কবির মিলটন, যুবদল আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, আনারুল ইসলাম, ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন, থানা ছাত্রদল আহ্বায়ক আবুমুসা সাজু, রুবেল হাসান রতন, রুমন হোসেন প্রমুখ।


আরও পড়ুন