টাঙ্গাইল জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৮-৭-২০২৩ রাত ৯:৩৯
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স মাঠে ১৮ জুলাই মঙ্গলবার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্যারেড ও সাক্ষাৎকার পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের পদোন্নতির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে পুলিশ সদস্যদের পদোন্নতি প্রদান করা হবে। এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষা কমিটির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।