কামরাঙ্গীরচর এলাকায় ১৬৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
প্রকাশিত: ২২-৮-২০২৩ রাত ৯:৩৩
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের মেট্রো ঢাকা বিপণন ডিভিশন (উত্তর-দক্ষিণ) ও মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন এবং ভিজিল্যান্স ও জরুরী বিভাগের সমন্বয়ে গঠিত ৩২ টি টিম নিয়ে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ মঙ্গলবার দুই দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে ১৬৮ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়ার কারণে বিচ্ছিন্নকৃত (আবাসিক)- ৬০ টি ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন- ১০৮ টি। উক্ত অভিযান পরিচালনাকালে কিছু সংখ্যক গ্রাহক গ্যাস সংযোগ বিচ্ছিন্নতা এড়াতে তৎক্ষনিক ১৫ লক্ষ ৭৩ হাজার টাকা বিল পরিশোধ করেন।
আগামীকাল ও রাজধানীর কামরাঙ্গিরচর এলাকার ৫৫ ও ৫৬ নং ওয়ার্ড এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান।