লঙ্কান শিবিরে প্রথম আঘাত হাসানের

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৯-৯-২০২৩ দুপুর ৪:১৫

88Views

ষষ্ঠ ওভারের শুরুটা হয়েছিল টানা দুই বাউন্ডারিতে। তবে তৃতীয় বলে উইকেট শিকার করে সেটার প্রতিশোধ নিলেন হাসান মাহমুদ। ব্যাকঅব লেন্থ থেকে খানিকটা আউট সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। ব্যাটের বাইরের দিকের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ১৮ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভেঙেছে ৩৫ রানের উদ্বোধনী জুটি।


আরও পড়ুন