ইবি বিশ্ব র‍্যাংকিংয়ে ১২৫ ধাপ এগিয়ে ৪০৩৭তম

news paper

শাহনেওয়াজ আলী, ইবিথানা

প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৪:২৬

34Views

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স তাদের ২০২৩ইং(জুলাই) দ্বিতীয় সংস্করণের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য  মতে, বিশ্ব র‍্যাংকিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ১২৫ ধাপ এগিয়ে ৪০৩৭তম স্থান অর্জন করেছে।গত বছরে যে অবস্থান ছিলো ৪১৬২তম।দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইবির অবস্থান ৩২তম।গত বছরে এ অবস্থান ছিলো ৩৬তম।শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স পৃথিবীর বিভিন্ন দেশের ১১ হাজার ৯৯৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপর জরিপকৃত তাদের প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত  হওয়া গেছে। এ সম্পর্কিত একটি রিপোর্ট ইবির রেজিস্ট্রার কার্যলয়ে পৌছেছে।ওয়েবমেট্রিক্সের রিপোর্ট মতে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যা বিশ্বের মধ্যে ১০৫১তম।দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যার স্কোর বিশ্বের মধ্যে ১১৯২তম।তৃতীয় অবস্থানে আছে বুয়েট যার স্কোর বিশ্বের মধ্যে ১৪২৩তম।৪র্থ অবস্থানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ১৪৭৬তম।৫ম স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ১৬৯৬তম।ষষ্ঠ অবস্থানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ২০১৮তম।৭ম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার বিশ্বের মধ্যে স্কোর ২০১৮তম।৮ম অবস্থানে আছে ব্রাক বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ২০৭৯তম।৯ম অবস্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ২৩১৮তম।১০ম অবস্থানে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যার বিশ্বের মধ্যে স্কোর ২৩৫৪তম।ওয়েবমেট্রিক্সের প্রতিবেদনে  বিশ্বসেরা ৫টি সেরা বিশ্ববিদ্যালয় হলো(১)আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়( ২)স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় (৩)ম্যাচাসুয়েটস ইন্সটিটিউট  অব টেকনোলজি( এমআাইটি)(৪)অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (৫)ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত বিশ্বের সকল উচ্চ শিক্ষা প্রতিঠানের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব,নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ,অর্থনৈতিক প্রাসঙ্গিকতা,সাম্প্রদায়িক সন্নিবেশ বিবেচনা করে ওয়েবমেট্রিক্স ২০০৪ সাল থেকে বিশ্ব র‍্যাংকিংয়ের প্রতিবেদন প্রকাশ করে আসছে। 


আরও পড়ুন