কুষ্টিয়ায় পুলিশের অভিযানে সাড়ে তিন লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে দৌলতপুর থানার উপপরিদর্শক সেলিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার কল্যানপুর গ্রামের তাজুর হোসেনের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। এসময় ওই বাড়ি থেকে সাড়ে তিন লক্ষ (৩,৫০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক তাজুর হোসেনসহ অন্যান্যরা ঘুমন্ত শিশু বাড়িতে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দৈালতপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, অভিযান থেকে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমান নকল বিড়ি উৎপাদন হচ্ছে। কুষ্টিয়ায় উৎপাদিত এসব নকল বিড়ি পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বি-বাড়িয়া, ভৈরব, ভোলা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে পুলিশ, র্যাব এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের অভিযান ও তৎপরতা বাড়ানোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম

শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগুনে পুড়ে নিঃস্ব শৈলকুপার তিন পরিবার

জুড়ীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ - আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১০

উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী শেখ হাসিনা'কে জন্মদিনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডাবলু সরকার

কলমাকান্দায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

শরণখোলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

পীরগঞ্জে বহিরাগত ২ মহিলা গ্রেফতার

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে

বিজয়নগরে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু, আহত ৩

সলঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি আটক
