মুক্তি পেলো আরিয়ান শান্তর “কন্যা রে তোর মুখের হাসি” গান

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮-৯-২০২৩ বিকাল ৫:১১

294Views

জনপ্রিয় কন্ঠশিল্পী আরিয়ান শান্ত’র কণ্ঠে গাওয়া “কন্যা রে” শিরোনামে গানের মিউজিক ভিডিওটি লেজার ভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী আরিয়ান শান্ত নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমদ।

এর আগে আরিয়ান শান্তর "মেঘনা পাড়ে যাবো নারে" শিরোনামে ব্যপক জনপ্রিয় একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয়, তাছাড়া- বোঝেনা কেও মনের জ্বালা, প্রেমের ঘুড়ি, কত না আবেগ, বৃষ্টি ভেজা দিনে, স্বার্থ ছাড়া মানুষ পাবে না' সহ আরো অনেক গুলো মৌলিক গান নেট দুনিয়ায় শ্রোতাদের নজর কাড়ে। মূলত আরিয়ান শান্ত আর টিভি ইয়ং ষ্টার রিয়ালিটি শো'র মধ্য দিয়ে সবার কাছে পরিচিত হতে শুরু করেন । তারপর-  "PRAN UP Music Shuttle" রিয়ালিটি শো তে তিনি বিজয়ী হন, এর পরপর 'TR Song Star' রিয়ালিটি শো তে তিনি বিজয়ী হন ।


আরও পড়ুন