১ রান করে জাকির, ৫ রানে বিদায় নিলেন তানজিদ তামিম

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬-৯-২০২৩ দুপুর ২:৪৩

48Views

প্রথম ওভারের শেষ দুটি বল মোকাবেলা করলেন। বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। শেষ বল থেকে নিলেন ১ রান। এরপর দ্বিতীয় ওভারে বল করতে আসলেন অ্যাডাম মিলনে। প্রথম এবং দ্বিতীয় বল মোকাবেলা করে কোনো রান নিতে পারলেন না। দ্বিতীয় বলটি হয়েছিলো হালকা ইনসুইঙ্গার। পরের বলেই ড্রাইভ করার চেষ্টা করলেন জাকির হাসান। কিন্তু বল ভেতরের কানায় লেগে উপড়ে দিলো উইকেট।

অভিষেক ম্যাচে মাত্র ১ রান করেই ফিরে গেলেন জাকির হাসান। তানজিদ হাসান তামিমও বিদায় নিলেন খুব দ্রুত। তৃতীয় ওভারের প্রথম বলটি মোকাবেলা করতে এসেই অফ স্ট্যাম্পের ওপর রাখেন বোল্ট। খোঁচা দিতে যান তামিম। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ফিন অ্যালেন ক্যাচটি তালুবন্দী করে নেন।


আরও পড়ুন