কয়রায় পূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

news paper

সম্রাট, কয়রা

প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৩৫

34Views

কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন মন্দির কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও পুলিশের মাঝে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার সকাল ১১ টায় কয়রা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড আপস্) সুশান্ত সরকার (পিপিএম সেবা)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো মমিনুর রহমান, বি সার্কেল সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. টিপু সুলতান , ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম , আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়লসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার  উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজাম ন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় সুষ্টু ও  শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। এবার উপজেলায় ৫৭টি পূজা মণ্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন