নিয়ামতপুরে বাবার বিরুদ্ধে আদিবাসী মেয়েকে ধর্ষণের অভিযোগ

news paper

নিয়ামতপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ২:৪৮

44Views

নওগাঁর নিয়ামতপুরে বাবার বিরুদ্ধে আদিবাসী(১৮) নামে এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ কিশোরী বাদী হয়ে গত রবিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত সাগর মাহাতো (৪৫) নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের ধরমপুর গ্রামের সুবান মাহাতোর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বাবা ঐ আদিবাসী কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ১৩ মে থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে একাধিকবার ধর্ষণের স্বীকার হয় ঐ আদিবাসী কিশোরী। ভুক্তভোগী আদিবাসী ওই কিশোরী বলেন, আমার মাকে ছেড়ে দিলে বাবা আরও একটি বিয়ে করে। আমার ভাই, সৎ মা ও দাদী একই বাড়িতে বসবাস করতাম। বাবা গত ১৩ মে রাতে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। লোকচক্ষুর ভয়ে কাউকে বলতে পারেনি। গত শনিবার দুপুরে আবারও আমাকে ধর্ষণ করে। উপায় না পেয়ে আমার নিজ মায়ের সাথে কথা বলার পর থানায় মামলা করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন