আলোচনায় রাহিদা লগ্না’র 'ভালো হবে না রে ফল'
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:২৫
তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী রাহিদা লগ্না দারুন সব গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে যায়গা করে নিয়েছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া ফোক ঘরানার একটি গান। 'ভালো হবে না রে ফল' শিরোনামের এই গানটি প্রকাশ করেছেন তার নিজস্ব প্লাটফর্ম থেকে। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা ও সুর করেছেন রাহিদা লগ্না নিজেই। সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ করেছেন মীর মাসুম। মিউজিক ভিডিওটির পরিচালক ছিলেন রাহুল বাপ্পি। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির স্যুটিং করা হয়েছে। গানটিতে রাহিদা লগ্নার সাথে মডেল হয়েছেন রায়হান শেখ।
নতুন এই গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী রাহিদা লগ্না জানান, গানটি প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি। যাদের ভালো লেগেছে তারা মেসেজে, ফোন করে প্রশংসা করছেন। বিষয়টা দারুণ উপভোগ করছি। নিজের কাছে ভালো লাগে। সামনে আরো ভালো কিছু গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছি।
প্রসঙ্গত, পারিবারিক ভাবে গানের সঙ্গে সখ্যতা গড়ে উঠলেও রাহিদা লগ্না'র গানের হাতেখড়ি ওস্তাদ শ্রী স্বপন কুমার সাহার কাছে। তবে চাচা রাশেদুল ইসলামের কাছে দীর্ঘদিন গানের বিষয়ে তালিম নিয়েছেন। এছাড়া নিজ জেলা জামালপুর শিল্পকলা একাডেমী ও লোকজ থেকেও গান শিখেছেন। ঢাকায় আসার পরে নজরুল ইনস্টিটিউট থেকে গান শিখেছেন রাহিদা লগ্না। তিনি সব ধরনের গান করতে পারলেও ফোক গানের প্রতি তার ভালোবাসাটা বেশি। তাই তো নিজেকে এখন ব্যস্ত রাখছেন ফোক গানে। বেশ কিছু গান নিয়ে শীঘ্রি আসছেন তিনি। গানের কাজ প্রায় শেষের দিকে।