উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত, হাতে কাটা দাগ!

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ১২:১৪

123Views

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন যিনি। সম্প্রতি দুর্গাপূজা শেষে স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন নুসরাত। 

সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। নুসরাতের খোলামেলা ছবিতে ভক্তরাও নানা মন্তব্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যে কিছু ছবিতে অভিনেত্রীর হাতের একাধিক কাটা দাগ স্পষ্ট দেখা গেছে। 

সেই দাগ দেখেই নেটিজেনদের প্রশ্ন, ‘এগুলো কি ব্লেড দিয়ে কাটার দাগ?’ কারও বা আবার কৌতূহল, ‘কেন হাত কেটেছিলেন?’ কেউ কেউ আবার মজা করে বলেই ফেলেছেন, ‘প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরই কি হাত কেটেছিলেন?’

যদিও সে সকল প্রশ্নের উত্তরে নিশ্চুপই থেকেছেন নুসরাত। কোনো মন্তব্য করে আর তর্ক বাড়াতে চাননি। এমনিতেও ব্যক্তিগত জীবনে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। তবুও নুসরাত চলেন নিজের মতো করেই। 

বছরজুড়েই কাজ নিয়ে ব্যস্ত থাকেন নুসরাত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সময় দেন সমানতালে। সংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন নিজ এলাকার। এর মাঝেই সময় পেলে স্বামী যশকে নিয়ে বেড়িয়ে পড়েন বিভিন্ন দেশে ঘুরতে।


আরও পড়ুন