দেশসেরা মডেল হওয়ার স্বপ্ন দেখেন সূর্য

news paper

শাওন হুসাইন

প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:১১

6Views

শুক্রবার (১০ নরেভম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় হয়ে গেল “এপি হাউস সুপার মডেল অব দ্যা ইয়ার” ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতা থেকে ‘বেস্ট পপুলার মডেল’-এর অ্যাওয়ার্ড জিতেছেন তরুণ সুদর্শন মডেল সূর্য। বিচারক প্যানেলে ছিলেন পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না ও আপেল মাহমুদ।
 
২০২০ সাল থেকে মিডিয়াতে তার যাত্রা শুরু। কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সূর্য স্বপ্ন দেখেন দেশসেরা মডেল হওয়ার। কাজ করেছেন বিভিন্ন টিভিসি, ওভিসিসহ স্টিল ফটোশুটে।
 
সুর্য বলেন, “এপি হাউস সুপার মডেল অব দ্যা ইয়ার” প্রতিযোগিতায় আমি বেস্ট পপুলার মডেলের অ্যাওয়ার্ড জিতেছি, অবশ্যই আমার খুব ভালো লাগছে। নিজেকে বাংলাদেশের একজন সুপার মডেল হওয়ার জন্য তৈরি করছি। মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাজ করতে আগ্রহী। সবার কাছে আমার চাওয়া আমার জন্য দোয়া করবেন, আগামীতে আমি যেনো সবার মাঝে চমক নিয়ে হাজির হতে পারি।

আরও পড়ুন