ফাইনালের মহারণে শিরোপা নির্ধারক হতে পারে যা
প্রকাশিত: ১৯-১১-২০২৩ দুপুর ১২:২৪
দীর্ঘ দেড় মাসের বিশ্বকাপ আসর সমাপ্তির প্রান্তে। সেরা দু’দল ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে শিরোপা লড়াইয়ে। যে লড়াইয়ের জয়ী নির্ধারণ করতে পারে বেশ কিছু বিষয়। ফাইনালে বাড়তি আলো থাকবে বিরাট কোহলি-ডেভিড ওয়ার্নার এবং মোহাম্মদ শামি-অ্যাডাম জাম্পাদের দিকে। শিরোপা নির্ধারক হতে পারেন তারাও।
নতুন বলে ভালো শুরু
আসরের সর্বোচ্চ রান বিরাট কোহলির। চারে নামা শ্রেয়াস আয়ারও দুর্দান্ত খেলছেন। তবে ব্যাট হাতে ভিত্তি গড়ে দিচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ক্রিজে থিতু হয়ে খেলতে পছন্দ করা ভারতীয় অধিনায়ক ব্যতিক্রমী ব্যাটিং করছেন। শুরুতেই ঝড় তুলে দলের মোমেন্টাম ঠিক করে দিচ্ছেন তিনি। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি করছেন বিরাট-শ্রেয়াস-রাহুলরা। সেমিফাইনালেও তিনি ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রোহিতের মতো করেই আবার অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ব্যাট চালাচ্ছেন।
ফিল্ডিংয়ের ফিল্ড মার্শাল
ফিল্ডিংয়েও আসরের সেরা দু’দল ভারত ও অস্ট্রেলিয়া। তবে পেছনের পাতা বেশি উল্টালে এগিয়ে রাখতে হবে অস্ট্রেলিয়াকেই। ক্রিকেট দর্শন, মনোভাব আর দৃঢ়তা মিলিয়ে ফিল্ডিংয়ে অনন্য অসিরা। শুধু ক্যাচ ধরা নয়, প্রতিটি সিঙ্গল বাঁচাতেও দৃঢ় সংকল্পবদ্ধ থাকেন তারা। আসর শুরুতে ফিল্ডিংয়ে ভারতকে কিছুটা পিছিয়ে রাখা হয়েছিল। রোহিত-কুলদীপ-সিরাজরা সিঙ্গেলের জায়গায় ডাবল দিয়ে দেন। উইকেটের পেছনে পার্ট টাইম কেএল রাহুল ভারতকে ডুবাতে পারে– এমন শঙ্কা ছিল। তবে জাদেজা-রাহুলরা দারুণ কিছু ক্যাচ ধরে নিজেদের ওজন বুঝিয়েছেন।
ফাইনালের মতো ম্যাচে চাপের পরিস্থিতি সৃষ্টি না হওয়াই অস্বাভাবিক। দল চাপে পড়লে তা কাটিয়ে ওঠার দক্ষতার ওপর নির্ভর করবে অনেক কিছু। ভারত আসরে একবারই চাপে পড়েছে। সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২ রানে ৩ উইকেট হারানোর পরও দাপট দেখিয়ে জিতেছে তারা। আবার অস্ট্রেলিয়া ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও আফগানদের ২৯২ রান তাড়া করে জিতেছে।
রোহিত-বিরাটদের বড় চাপ অবশ্য এক যুগ শিরোপা জিততে না পারা। এ সময়ে তারা ২০১৪ আসরের টি২০ বিশ্বকাপের ফাইনালে হেরেছে। দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছে। প্রতিটি আসরে ফেভারিট হয়ে পা রেখেও দেশকে শিরোপা এনে দিতে না পারার ফাঁড়া কাটানোই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।