বশেমুরকৃবি’তে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা

news paper

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২০-১১-২০২৩ বিকাল ৫:৩৫

31Views

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আইকিউএসি সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) এর অংশ হিসেবে অনুষ্ঠিত অংশীজনের সভায় আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ উপস্থাপন করেন এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার মোঃ আবু আল বাশার। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (যানবাহন) ও যানবাহনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ অংশীজন সভায় অংশগ্রহণ করেন।


আরও পড়ুন