সিংগাইরে 'আল ইহসান' সমবায় সমিতির সভাপতি গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে উধাও

news paper

মিজানুর রহমান, সিংগাইর

প্রকাশিত: ২০-১১-২০২৩ বিকাল ৫:৪১

94Views

মানিকগঞ্জের সিংগাইরে 'আল ইহসান' নামে একটি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে গ্রাহকদের লাখ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে  । পলাতক সভাপতি হাবিবুর রহমান সিংগাইরের জামিরতা ইউনিয়নের  রাজনগর গ্রামের স্থানীয় বাসিন্দা  । 
 
জানা গেছে , সিংগাইর উপজেলার মানিকনগর বাজারে সমবায় অফিসের অনুমোদন নিয়ে 'আশা' নামে একটি সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করেন  । পরে এটাকে যৌথ মালিকাধীনভাবে কার্যক্রম চালাতে 'আল ইহসান' নামে নতুন একটি নাম দিয়ে কার্যক্রম আরম্ভ করেন  । এতে হাবিবুর রহমান সভাপতি ও শহিদুল ইসলামকে সেক্রেটারি করা হয়  । কার্যক্রম চলাকালীন সময়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে উধাও হন হাবিবুর এমনটাই অভিযোগ করেন সেক্রেটারি শহিদুল  । শহিদুল অভিযোগ করে বলেন, হাবিবুর সমিতির টাকা পয়সা নিয়ে উধাও হয়েছে  । এলাকার গ্রাহক এখন আমাকে কথা শুনাচ্ছেন  । বাজারে আমি কসমেটিকস দোকান করতাম বিভিন্ন প্রলোভনে আমাকে ফুসলিয়ে তিনি সমিতির সেক্রেটারি বানায় তার স্বার্থে । আমি তার বিরুদ্ধে আদালতে মামলাও করেছি  । 
 
এদিকে সরেজমিনে গিয়ে জানা যায়, হাবিবুর রহমান তিনি অন্য একটি ngo প্রতিষ্ঠানে চাকরি করার সময়ে সেখানেও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বাহালুল বিশ্বাস নামে এক ব্যক্তির দায়ের করা মামলার আসামী হয়ে ঘুরে বেড়াচ্ছে গা ঢাকা দিয়ে  । এ বিষয়ে মুঠোফোনে কথা হলে হাবিবুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সেক্রেটারি শহিদুলই তার সরল বিশ্বাসের সাথে বেঈমানী করেছেন  । সিংগাইর উপজেলা সমবায় অফিসার জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে উর্ধতন কর্মকর্তার সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে  । 

আরও পড়ুন