বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী মোহাম্মদপুর থেকে গ্রেফতার
প্রকাশিত: ২১-১১-২০২৩ রাত ১১:২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের সিনিয়র এএসপি শিহাব করিম রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিহাব করিম জানান, গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আতাউর রহমান ঢালীর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। তার নেতৃত্বে সন্ত্রাসীরা মিলে গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একইসঙ্গে দেশীয় ধারাল অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে পরিস্থিতির অবনতি ঘটায়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩/২৫(ডি),খ-ধারায় করা মামলায় এজাহার নামীয় আসামি আতাউর রহমান ঢালী।
র্যাবের এই সিনিয়র এএসপি আরও জানান, আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টির বেশি মামলা আছে বলে তারা (র্যাব) জানতে পেরেছে। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রেপ্তার এড়াতে এতদিন রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। পরে আত্মগোপনে থাকা অবস্থায় আজ মোহাম্মদপুরের বসিলায় গার্ডেন সিটি এলাকা থেকে র্যাব-২ তাকে গ্রেপ্তার করে।
শিহাব জানান, গ্রেপ্তার আতাউর রহমান ঢালীকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।