ফেইথ ওভারসীজ লিমিটেড অংশগ্রহণ করে আন্তর্জাতিক শিক্ষামেলায়

news paper

নারগিস পারভীন

প্রকাশিত: ২১-১-২০২৪ বিকাল ৬:২৩

932Views

সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন ফেয়ারে  বাংলাদেশের স্বনামধন্য  এডুকেশন কন্সালটেন্সি প্রতিষ্ঠান ফেইথ ওভারসীজ লিমিটেড অংশগ্রহণ করে।’’ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য মালদ্বীপের ‘গববৎঁসধ’ ইভেন্ট হলে তববফ ওহঃবৎহধঃরড়হধষ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন ফেয়ার। আন্তর্জাতিক এই শিক্ষামেলায় অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি ফেইথ ওভারসিস লিমিটেড। এই আন্তর্জাতিক শিক্ষা মেলায় ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ ইউরোপের প্রসিদ্ধ সব ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ থাকছে ইউনিভার্সিটি সমূহে মেলাতেই অন স্পট এডমিশনের সুবিধা। ‘তববফ ওহঃবৎহধঃরড়হধষ’ কর্তৃক মালদ্বীপে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শিক্ষা মেলাটি চলছে ১৯, ২০ এবং ২১ জানুয়ারি, ২০২৪, বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। শিক্ষার্থীরা সরাসরি ইউনিভার্সিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন এই মেলায়। আয়োজকরা জানান, মালদ্বীপ এবং আন্তর্জাতিক সকল শিক্ষার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকছে। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ ইউরোপের স্বনামধন্য ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক এই শিক্ষামেলাটি নিয়ে এসেছে বিভিন্ন সুযোগ-সুবিধা। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই দেশগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে স্কলারশিপ সহ পড়তে যাওয়ার সুযোগ, ইউনিভার্সিটি সমূহের অন্যান্য সুযোগ-সুবিধা প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থীরা তাদের পছন্দের ইউনিভার্সিটি ও সাবজেক্টে মেলা প্রাঙ্গনেই আবেদনের সুযোগ পাচ্ছেন। ফেইথ ওভারসিজ লিমিটেড বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাবরই একটি আস্থার নাম। বহু বছর যাবত শিক্ষার্থীদের তাদের পছন্দের দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ফেইথ ওভারসিজ লিমিটেড তার সাফল্যের হার অব্যাহত রেখেছে। পর্যায়ক্রমে বিগত বছরগুলোতে বাংলাদেশে অনেকগুলো সফল শিক্ষামেলার আয়োজন করেছে ফেইথ ওভারসিজ লিমিটেড। সেই একই ধারাবাহিকতায় ফেইথ ওভারসিজ লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার সুনাম রাখতে শুরু করেছে। জার্মানি ও ইউএসএতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষামেলায় অংশগ্রহণের পর এইবার ফেইথ ওভারসীজ লিমিটেড লিমিটেড অংশগ্রহণ করছে মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই শিক্ষামেলায়। মেলায় অংশ নিয়ে ফেইথ ওভারসীজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনিসুজ্জামান জানান আন্তর্জাতিক এই শিক্ষামেলায় অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে ফেইথ পরিবার গর্বিত। ফেইথ ওভারসিজ লিমিটেড বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে তাদের পছন্দের ইউনিভার্সিটিতে এডমিশন, সাবজেক্ট নির্বাচন, স্কলারশিপ এবং পড়ালেখা পরবর্তী চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা করে আসছে। বাংলাদেশী শিক্ষার্থীদের পাশাপাশি উক্ত আন্তর্জাতিক শিক্ষামেলায়  আন্তর্জাতিক শিক্ষার্থীদের-ও একই ধরনের সেবা দিতে পেরে ফেইথ পরিবার আনন্দিত। ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি যে কোন প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই শিক্ষা মেলাটি থেকে উপকৃত হবেন। ফেইথ ওভারসিজ লিমিটেড দেশে অনুষ্ঠিত শিক্ষামেলাগুলোর পাশাপাশি ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক শিক্ষা মেলা আয়োজন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনিসুজ্জামান।


আরও পড়ুন