উত্তরায় লেক উন্নয়ন কাজে অনিয়ম, ট্রাক চাপায় শ্রমিক নিহত

news paper

নারগিস পারভীন

প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ২:৪

146Views

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর লেক উন্নয়ন প্রকল্পে বহুমাত্রিক অনিয়মের অভিযোগ উঠেছে। রাজধানীর উত্তরা এলাকা রাজউকের একটি পরিকল্পিত নগরী।  সাজানো গোছানোর দিক দিয়ে ধানমন্ডি, বনানী বারিধারার চেয়ে কম নয়। উচ্চ বিলাসী ব্যক্তিবর্গের বসবাসের এলাকা উত্তরায় সম্প্রতি ৭ ও ১৩ সেক্টরে খাল খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছে রাজউক। উত্তরা লেকটির দায়িত্ব দিয়েছেন কনভয়েস নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠান প্রতিদিন খালের মাটি বিক্রি করছে। প্রতি ট্রাক বিক্রি হচ্ছে ২২০০ টাকা দরে, সরকারি প্রজেক্টের মাটি বিক্রি হচ্ছে যা নিয়মবর্বিূত বলে জানা গেছে। সরজমিনে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, খাল খননের মাটি যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন জায়গায়। তারা বলেন এই খাল খননের টেন্ডারটিও হয়েছে অতি গোপনে। সরজমিনে গেলে টেন্ডার সংক্রান্ত তথ্য কাগজ দেখাতে পারেনি উত্তরা লেক উন্নয়ন প্রোজেক্টের সাব ইঞ্জিনিয়ার কিশোর কুমার। গত ২৮ জানুয়ারি রাত দেড়টার দিকে উত্তরা ৭ ও ১৩ নম্বর সেক্টরের লেকের এই উন্নয়ন কাজ করতে গিয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এনামুল হক (৩৪) নামের এক শ্রমিক নিহত হয়। জানা যায়, নিহত ওই শ্রমিক হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনাকর ফাঁড়ি গ্রামের মো. আশরাফ উদ্দিনের ছেলে। মাটির আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ড ১২-০৭৪৮) পিছনে দিয়ে খালে নামানোর সময় তার দুই পায়ে চাপা দিলে ওই শ্রমিক গুরুতর আহত হন।  তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক ও পলাতক গাড়ি চালক উভয়ে কনভয়েসের শ্রমিক ছিলেন। সূত্র জানায়, কনভয়েসের পরিচালকের সঙ্গে ওই শ্রমিকের দুর্ঘটনার আগের দিন তর্ক-বিতর্ক হয়েছিল। পরে রাতেই গাড়ি চাপায় মারা যান তিনি। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কনভয়েস পরিচালক মাহমুদুন নবী মুরাদ বলেন, নিহত শ্রমিক ও পলাতক গাড়ির চালক উভয়ই আমার শ্রমিক। তবে ড্রাইভার পালাতক তাকে পুলিশ খুঁজছে। উত্তরার ৭ ও ১৩ নম্বর সেক্টরের লেকের উন্নয়ন কাজে নিযুক্ত ড্রাম ট্রাকের ধাক্কায় এনামুল হক (৩৪) এর মৃত্যুর বিষয়ে উত্তরা লেক উন্নয়ন প্রোজেক্টের সাব ইঞ্জিনিয়ার কিশোর কুমার বলেন, মৃত এনামুল হকের আত্মীয়-স্বজন ও ঠিকাদার কোম্পানির মালিক মাহমুদুল নবী মুরাদ এবং রাজউকের কর্মকর্তাদের সহযোগিতায় বিষয়টি সমাধান করেছেন। 

খাল খননের বিষয়ে পিডি মোবারক বলেন, আপনি অফিসে আসেন।


আরও পড়ুন