পঞ্চগড়ে কারিগরি শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংলাপ

news paper

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়

প্রকাশিত: ২-৫-২০২৪ দুপুর ৪:২৮

70Views

যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে পঞ্চগড়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ ও ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় বৃহস্পতিবার (২ এপ্রিল)দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংলাপের উপরে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় কথা বলেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাসনুর রশিদ বাবু , পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পরস্পর এর নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক প্রমূখ।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো, অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা। 
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, সেন্টার ফর রিসার্চ ফেলো (সিপিডি) এর  সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের ফোর গ্রুপ সদস্য ও  সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের সিনিয়র প্রকল্প কো অর্ডিনেটর (এপিসি) নির্মল মজুমদার।

ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনার আশ্বস্ত করেন (সিপিডি) এর ফেলো, অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য। 


আরও পড়ুন